দামুড়হুদার কার্পাসডাঙ্গা বিশ্বাস কিন্ডার গার্টেনে বার্ষিক পুরস্কার বিতরণ

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বিশ্বাস কিন্ডার গার্টেন প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণ, কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টার সময় বিশ্বাস কিন্ডার গার্টেনের অধ্যক্ষ রফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নবাগত চেয়ারম্যান মাও. মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর জাহান বেগম। এসময় উপস্থিত ছিলেন জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সম্পাদক মামনু-উর-রশিদ, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম বালিকা মাদরাসার অধাক্ষ্য মাও. নুরুল আমিন, নায়েব আলী, বিশ্বাস কিন্ডার গার্টেনের পরিচালক মো. আ. কাদের বিশ্বাস, শিক্ষক আহাম্মদ আলী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃর্তি শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষিকা মধুমালা।

Leave a comment