ডিঙ্গেদহে দুদিনের ব্যবধানে দুবাড়িতে লক্ষাধিক টাকাসহ সোনার গয়না ডাকাতি

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: অভিনব কায়দায় গেটের তালা ভেঙে গলায় হেঁসো ধরে নগদ টাকাসহ সোনার গয়না ডাকাতি করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। ঘটনাটি ঘটেছে গত পরশু শুক্রবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে ডিঙ্গেদহ আনসার ক্যাম্প নিকটবর্তী ডিঙ্গেদহ এশিয়াপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদের বাড়িতে। এ ব্যাপারে আব্দুর রশিদ জানান, অন্যান্য রাতের মত বাহিরের গেটের তালা দিয়ে ঘুমিয়ে ছিলো। গত পরশু শুকুবার রাত আনুমানিক আড়াইটার দিকে ১০/১২জনের সংঘবদ্ধ ডাকাতদল কোনো শব্দ ছাড়াই মেন গেটের তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে তার এবং তার স্ত্রীর গলায় হেঁসো ধরে ড্রয়ারের তালা ভেঙে ৯০হাজার টাকা ও ৪টি সোনার চেন, ৩জোড়া কানের দুল, ১টি আংটি ও ১জোড়া সোনার বালাসহ ৩ভরি সোনার গয়না ডাকাতি করে করে নিয়ে গেছে। রশিদ আর ও জানায় ডাকাতদলের সকলেই লুঙ্গি ভাজ করে ও এক জনের হাপ প্যান্ট পরা ও মুখ বাঁধা ছিলো। আনসার ক্যাম্প থেকে ২শ গজ দূরে ডাকাতি হওয়ায় এলাকার সকলেই হতবাক হয়েছে।

অপরদিকে গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে ডিঙ্গেদহ হাটখোলায় মৃত আব্দুল করিমের ছেলে ব্যাংকার শহিদুল ইসলামের বাড়ি থেকে একই কায়দায় দরজার খিল ভেঙে ১০/১২জন ডাকাত ঘরের মধ্যে ঢুকে বাড়ির লোকজনকে গলায় হেঁসো ধরে জিম্মি করে নগদ ৪০হাজার টাকা ও ২ভরি সোনার গয়না ডাকাতি করে নিয়ে গেছে। এদের ও লুঙ্গি ভাজ করা ছিলো বলে জানায় মালিকের ছেলে শাহিন। দুদিনের ব্যবধানে একই এলাকায় ডাকাতির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকায় বিভিন্ন স্পটে জোয়ার আসর বসার কারণে এধরনের ঘটনা প্রায়ই ঘটে বলে এলাকার সচেতনমহল অভিযোগ করেন। এ অবস্থায় এলাকার সচেতনমহল পুলিশ টহল বাড়ানোর জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে।