টিপ্পনী

 

 

খবর:(জীবননগর বকুন্ডিয়ায় রাস্তা নির্মাণে ইউপি মেম্বারের দুর্নীতি)

 

হাতি-ঘোড়ায় সব খেয়ে নেয়

পাল্লা দিলেন উনিও,

বাঁচতে হলে সময় মতো

লাট সাহেবের ফুঁ নিয়ো।

 

লাটের বেটা লাট হয়েছেন

গিলে খাওয়ার চেষ্টা,

দিনে দিনে দুর্নীতিতে

যাচ্ছে কোথায় দেশটা?

 

ভাগ্নে-মামা খাচ্ছে গিলে

পেটটা হলো ঢোল,

ফাটবি ঠিকই জ্যান্ত ফাটা

মরণ ফোলা ফোল!

-আহাদ আলী মোল্লা

Leave a comment