জমি দখলকারীর বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র ক্ষোভ :পুলিশ হেফাজতে ভুট্টা

 

আলমডাঙ্গা মধুপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভট্টা কেটে নেয়ায় তোলপাড়

 

মোমিনপুর প্রতিনিধি: এক একর ৫৮ শতক বা পৌনে ৬বিঘা আবাদের জমি দখল নিয়ে দুপক্ষের মাঝে সৃষ্ট উত্তেজনা সমাধানের জন্য আলমডাঙ্গা থানা পুলিশ কঠোরভাবে নির্দেশ দেয়, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষের কোনো ব্যক্তি ওই মাঠে যেতে পারবে না। গত ২২এপ্রিল মঙ্গলবার জমি দখলকারী আয়ুব আলী দলবল নিয়ে জোর করে ভুট্টা কাটতে গেলে পুলিশের বাধার মুখে ভুট্টা কাটা বন্ধ হয়। প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে আয়ুব আলী আবারও জমি দখল নিয়ে ৬ বিঘা জমির প্রায় সব ভুট্টা কেটে ফেলে। কেটে ফেলা ভুট্টা বর্তমান পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের মধুপুর গ্রামের উরোগাড়ির মাঠে পৌনে ৬ বিঘা জমি দখল নিয়ে দীর্ঘদিন থেকে গ্রামের মৃত হোসেন মণ্ডলের ছেলে ঠাণ্ডু মণ্ডল এবং একই গ্রামের আনসার আলীর ছেলে আয়ুব আলীর সাথে বিরোধ চলে আসছে। ঠাণ্ডু মণ্ডলের অভিযোগ এ পনে ৬ বিঘা জমির প্রকৃত মালিক আমি নিজে। অপরদিকে আয়ুব আলী ও নিজেকে জমির মালিক হিসেবে দাবি করেন। ঠাণ্ডু মণ্ডল অভিযোগ করে বলেন, ১৯৮১ সালে গ্রামের আমদ আলীর স্ত্রীর কাছ থেকে এক একর ৫৮ শতক জমি কিনে রেজিস্ট্রি করা হয় যা গ্রামের লোকজন যানে। ১৯৯১ সালের পর থেকে আয়ুব আলী ভুয়া কাগজপত্র তৈরি করে ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে ভয় দেখিয়ে আমার জমি দখল করে আবাদ করে যাচ্ছে। গত মঙ্গলবার আয়ুব আলী দলবল নিয়ে জোর করে জমি দখল নিয়ে ভুট্টা কাটতে যায়। ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের বাধার মুখে আয়ুব আলীর লোকজন ভুট্টা কাটা বন্ধ করে। ঘোলদাড়ি পুলিশ ফাড়ির টুআইসি আহাদ জানান, আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম উভয় পক্ষকে জমির সঠিক কাগজপত্র নিয়ে থানায় তলব করেছেন। সৃষ্ট বিরোধ নিস্পত্তির লক্ষ্যে থানার ওসি উভয় পক্ষকে নিয়ে বৈঠক করবেন বলে তিনি নির্দেশ প্রদান করেছেন। বৈঠক না হওয়া পর্যন্ত উভয় পক্ষের কেউ মাঠে যেতে পারবে না। কিন্তু আয়ুব আলী প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে গত পরশু দিন শুক্রবার দলবল সহ সকালে মাঠে গিয়ে পৌনে ৬ বিঘা জমির প্রায় সব ভুট্টা কেটে ফেলে। খবর পেয়ে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে ছুটে গেলে আয়ুব আলী মাঠ থেকে চলে যায়। কেটে ফেলা সব ভুট্টা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।