ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে

 

 

আবারওছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসের মাঝামাঝি সময়ে এ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে মূলত পয়লা জুন থেকে,যা চলবেবছরব্যাপি। এবারের কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি,মৃত ভোটারদের নামকর্তন ও ভোটার এলাকা স্থানান্তরের কাজ করা হবে।সম্প্রতি জাতীয়পরিচয়পত্র অনুবিভাগ (এনআইডি) ভোটার তালিকা হালনাগাদ করা সংক্রান্ত এসিদ্ধান্ত নেয়ার পর তা অনুমোদনের জন্য কমিশনের কাছে পাঠানো হয়েছে।

এনআইডির প্রস্তাবনায় ১৮ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদেরও তথ্যসংগ্রহ করে রাখার পরিকল্পনা রয়েছে, যদিও এখনই তাদের ভোটার তালিকায়অন্তর্ভুক্ত করা হবে না। আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়স্করা ভোটার হওয়ারযোগ্য নয়।ভোটার তালিকা হালনাগাদে যাতে ভুয়া ও দ্বৈত ভোটার ঢুকতে নাপারে,সেজন্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এর আগে সর্বশেষ ২০১২ সালে ভোটারতালিকা হালনাগাদ করা হয়। তখন ভোটার তালিকা হালনাগাদের কাজ নিয়ে লেজেগোবরেঅবস্থা তৈরি হওয়ার খবর পাওয়া গিয়েছিলো। এবার যাতে এমন অবস্থা সৃষ্টি না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের শুরু থেকেই সতর্ক থাকা প্রয়োজন। ইসির ভাষ্যঅনুযায়ী সর্বোচ্চ ১০ শতাংশ ভোটার বৃদ্ধির কথা থাকলেও সে সময় কোথাও এবৃদ্ধির হার ১৪-১৫ শতাংশ, আবার কোথাও ৫-৬ শতাংশ লক্ষ্য করা গিয়েছিলো। বলাপ্রয়োজন,হালনাগাদের কাজ শুরু হওয়ার পর দীর্ঘদিন কোনো নির্বাচন কমিশনার তাদেখভাল করতে কোনো এলাকায় যাওয়ার গরজ অনুভব করেননি। অথচ আগের কমিশন এসংক্রান্ত কাজের ব্যাপারে সার্বক্ষণিকভাবে সচেতন ছিলেন। ব্যাপক সংস্কারকাজের মধ্য দিয়ে প্রশংসিত হয়েছিলো বিগত কমিশন। তাদের মধ্যে প্রয়োজনীয় কোনোবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বেলায় মতানৈক্য তৈরি হওয়ার খবর খুব একটা শোনাযায়নি। ফলে সময়ের সাথে তাল মিলিয়ে অনেক কাজই তারা শেষ করতে পেরেছিলেন। অথচছোট্ট পরিসরে প্রথম পর্যায়ের ভোটার হালনাগাদের কাজ সম্পন্ন করতে গিয়েবর্তমান ইসির যে অবস্থা তৈরি হয়েছে,তাতে বড় মাপের কাজ নিয়ে তারা ভবিষ্যতেকী কাণ্ড ঘটান,তা নিয়ে অনেকেই শংকিত ছিলো। তাদের এ শংকা এখনও দূর হয়নি।এবারের ভোটার তালিকা হালনাগাদের কাজ সুচারুভাবে সম্পন্ন করে মানুষের আস্থাঅর্জনে ইসি সচেষ্ট হবে বলে আমাদের বিশ্বাস।

Leave a comment