চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারা দেশে কমিউনিটি ক্লিনিকের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

সেবা নিন সুস্থ থাকুন স্লোগান সামনে নিয়ে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার: ‘সেবা নিন, সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে কমিউনিটি ক্লিনিকের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভাসহ বিবিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯টায় জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পরিতোষ কুমার ঘোষের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদর হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এতে চুয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউটে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সেনেটারি পরিদর্শক জামাত আলীর উপস্থাপনায় সভায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেনসদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম ও ডা. সোহেল আহমেদ। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হয়।

সভায় বক্তারা বলেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ কমিউনিটি ক্লিনিকে তাদের সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের দৌরগোড়ায় মা, শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা পৌঁছে দিচ্ছে। জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্বাস্থ্য আমরা নিশ্চিত করবো।

গাংনীতে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুর অফিস জানিয়েছে: কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুর আরসিএইচসিআইবি’র আয়োজনে ও মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং সিভিল সার্জন কার্যালয় মেহেরপুরের সহযোগিতায় শহরের র‌্যালি শেষে আলোচনাসভার আয়োজন করা হয়।ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মাহাবুবুল আলম। বক্তব্য রাখেন সাদেক হোসেন বাবুল, সিএইচসিপি’র ফরিদুজ্জামান, তানিয়া আফরিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিছুর রহমান।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে কমিউনিটি ক্লিনিকে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সকালে র‌্যালি ও আলোচনাসভা করেছে কমিউনিটি প্রকল্পে কর্মরত স্বাস্থ্য কর্মীরা। সকাল ১০টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদিক্ষণশেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বিধান চন্দ্র ঘোষ। উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আবুল বাশার, সেনেটারি ইন্সপেক্টর মশিউর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মতিউল ইসলামসহ উপজেলার সকল সিএইচসিপিবৃন্দ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. হাসানুজ্জামান নুপুরের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেণ।

র‌্যালি শেষে হাসপাতাল হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর, পরিবার-পরিকল্পনা বিভাগের এমওএমসিএইচ ডা. মাহমুদা খাতুন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুন্সী আব্দুস সবুর এবং ধোপাখালী ক্লিনিকের আজিজুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৯৬ সালে এ কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়। বর্তমানে সারাদেশে ১৩ হাজার ক্লিনিক রয়েছে এর মধ্যে চালু আছে ১১ হাজারেরও বেশি। বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্য সেবা আরো উন্নত করার লক্ষে প্রত্যেকটি ক্লিনিকে ল্যাপটপ, ডায়োবেটিক মাপার গ্লুকো মিটার, ওজন মাপার যন্ত্রসহ আরো অনেক কিছু প্রদাণ করেছেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবু আনসারী।

 

Leave a comment