ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র ৪টি পরিবারের সাড়ে ৫শ পিলি পানবরজ পুড়ে ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, কয়রাডাঙ্গা গ্রামের গড়ের মাঠে উত্তপ্ত গরমে বরজের মধ্যেই চলা শ্যালোমেশিনের সাইলেনচারে ধোয়ায় আগুনের সূত্রপাত হয়ে প্রথমে কয়রাডাঙ্গার রতি মালিতার দু ছেলে কামাল ও আলেকের পানবরজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে যায়। ওই সময় একই গ্রামের শফি মোল্লাল ছেলে দিনমুজুর ওসমানের ৫০ পিলি, আলতাব বিশ্বাসের ছেলে এনামুলের ১০০ পিলি, শাহাদৎ বিশ্বাসের ছেলে নাজমুল হকের ১৫০ পিলি ও রতি মালিতার দু ছেলে কামাল ও আলেকের ২৫০ পিলি পানবরজ ও বরজের পাশে রাখাশলি পুড়ে ভস্মীভূত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে দমকলবাহীনি উপস্থিত হলেও বিশাল মাঠের মাঝে হওয়ায় এবং জমিতে ফসলের সেচ দেয়া থাকায় পানি বোঝায় দমকল বাহিনীর গাড়ি পৌঁছyতে না পারায় বেশি ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।