লোকসভা নির্বাচন: ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় নিহত ৮

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ঝাড়খণ্ডের দুমকা এলাকায় নির্বাচন কর্মীদের বহনকারী বাসে মাওবাদী হামলায় পাঁচ পুলিশ ও তিন নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছে।পুলিশ জানিয়েছে, গতবৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণশেষের আধঘণ্টা পরই এ হামলা হয়।বাসটি আসনা গ্রামের কাছে একটি সেতু পার হওয়ারসময় রাস্তায় পেতে রাখা মাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।এ সময় ঘন জঙ্গল থেকেগুলিও চালায় তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় পৌঁনে এক ঘণ্টা দুপক্ষের মধ্যেগুলি বিনিময় হয়। এ সময় পাঁচ পুলিশ ও দু ভোট কর্মকর্তা নিহত হয়। আহত হয় আরোকয়েকজন।এ ঘটনার পর দুমকাসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করাহয়েছে।মাওবাদীরা ভোট বয়কটের ডাক দিয়েছিলো। কিন্তু ভোটারা তাদের আহ্বানউপেক্ষা করে দলে দলে ভোট দেয়।