মাতালের কবলেঅস্ট্রেলীয় বিমান

 

মাথাভাঙ্গা মনিটর: এক মদ্যপ যাত্রীর কবলে পড়ে নাস্তানাবুদ হয়েছেঅস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়াগামী একটি বিমান। ওই যাত্রীর কর্মকাণ্ডে পুরোবিমানে ছিনতাই আতঙ্ক ছড়িয়ে পড়ে।যাত্রীটিকে পরে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার বিমান সংস্থা ভার্জিনের বোয়িং ৭৩৭ বিমানটি মাঝআকাশে থাকা অবস্থায় যাত্রী ম্যাট ক্রিস্টোফার (২৮) ককপিটে ঢোকার চেষ্টাকরেন। তার কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পাইলট ও ক্রুরানিয়ন্ত্রণকক্ষে সম্ভাব্য ছিনতাইয়ের বার্তা পাঠায়। পরে ইন্দোনেশিয়ার বালিবিমানবন্দরে অবতরণের পর পরই ওই যাত্রীকে গ্রেফতার করা হয়।অস্ট্রেলিয়াথেকে ইন্দোনেশিয়াগামী ভারজিন এয়ারক্রাফটের যাত্রীবাহী একটি বিমানছিনতাইয়ের চেষ্টা করেছে এক যাত্রী। তবে তার চেষ্টা ব্যর্থ হয়েছে এবংইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিমানটি সফলভাবে অবতরণ করেছে। ছিনতাইয়েরচেষ্টাকারীকে পুলিশ আটক করেছে। যাত্রীবাহীবিমানটি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উদ্দেশেরওনা হয়। বিমানে থাকা এক যাত্রী ককপিটে প্রবেশ করে বিমানটির নিয়ন্ত্রণনেয়ার চেষ্টা করেন। তবে তাকে আটক করা হয়েছে।