দৌলতপুরে ইভটিজিঙের প্রতিবাদ করায় বখাটের হামলায় কলেজছাত্রীর স্বজন নিহত

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ওই কলেজছাত্রীর খালু আলেক মণ্ডল (৪২) ৫ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে মারা গেছেন। তিনি ভাগজোত গ্রামের মৃত কাজিম উদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগোয়ান গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রীকে একই এলাকার বখাটে মামনু, মিঠুন, রিংকু, জামরুল ও তাদের সহযোগীরা কলেজে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। এ ব্যাপারে গত রোববার সকাল ৯টার দিকে কলেজছাত্রীর খালু আলেক মণ্ডল প্রতিবাদ করলে ওই বখাটেরা হাত কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে আলেককে কুপিয়ে জখম করে। এ সময় আলেকের স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও বখাটেরা হামলা চালায়। এতে আলেক মণ্ডল (৪২), মইদুল (৩৫), হানিফ (৩২), হান্নানসহ (৩৫) ৫ জন আহত হন। প্রথমে আলেক মণ্ডল ও হানিফকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আলেকের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর ৬টার দিকে মারা গেছে। দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান, এ ব্যাপারে ১০/১২ জন বখাটের নামে থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।