দামুড়হুদায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মিন্টু (৩৪) নামের দু বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। গতবৃহস্পতিবার রাত ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে দামুড়হুদা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিন্টু ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।

Leave a comment