ক্যানসারের কাছে হেরে গেলেন ভিলানোভা

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার সাবেক কোচ তিতো ভিলানোভা মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৪৫ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।গত শুক্রবার স্পেনের ক্লাবটি এক বিবৃতিতে খবরটি নিশ্চিতকরেছে।বার্সেলোনার জন্য এটি অনেক বড় শোক।তিতো ভিলানোভা ৪৫ বছর বয়সে মারাগেছেন। তিনি যেন শান্তিতে বিশ্রাম নিতে পারেন।২০১১ সালের নভেম্বরেঅস্ত্রোপচারের মাধ্যমে প্রথম তার গলা থেকে একটা টিউমার সরানো হয়। কিন্তু পরের বছরডিসেম্বরে আবার তা খারাপ পর্যায়ে চলে যায়।২০০৭ সাল থেকে স্পেনের জনপ্রিয়ক্লাবটির সাথে যুক্ত ছিলেন দেশটির সাবেক মিডফিল্ডার ভিলানোভা। প্রথম বছরেবার্সেলোনা ‘বি’দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। আর পরের বছর মূল দলেরপ্রধান কোচ পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ শুরু করেন ভিলানোভা।এরপর ২০১২সালে গার্দিওলা বার্সা ছাড়ার পর ২ বছরের চুক্তিতে প্রধান কোচের দায়িত্ব পান তিনি।প্রথম বছরেই দলকে লা লিগা শিরোপা জেতান। কিন্তু ক্যানসারের চিকিৎসার জন্য গতজুলাইয়ে দায়িত্ব থেকে সরে যান তিনি।