স্টাফ রিপোর্টার: আজ শনিবার সকাল ১১টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক যৌথসভা অনুষ্ঠিত হবে।দলটির যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ওইসভায় দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ওসহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।সংশ্লিষ্ট নেতাকর্মীদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানোহয়েছে।