চুয়াডাঙ্গায় পৌঁছে ব্যস্ত সময় : স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত
স্টাফ রিপোর্টার: শিরিন নাঈম পুনম দীর্ঘদিন পর আপন শহর চুয়াডাঙ্গায় পা দিয়েই ফুলেল শুভেচ্ছা আর দলীয় নেতাকর্মীদের ভালোবসায় সিক্ত হলেন। বেলা সোয়া ২টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছুলে তাকে স্বাগত জানানো হয়। সার্কিট হাউজে সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ আয়োজিত জন্মদিনের কেক কেটে তিনি তৃপ্ত কণ্ঠে চুয়াডাঙ্গার উন্নায়নে যথাসাধ্য চেষ্টার কথাই যেনো পুনব্যক্ত করলেন।
শিরিন নাঈম পুনম ১০ম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উপদেষ্টা। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী গতকাল সকালে ট্রেনযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন তিনি। সোয়া ২টায় চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছুলে তাকে আওয়ামী লীগ, আওয়ামী মহিলা লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানান। স্বাগত জানানোর সময় চুয়াডাঙ্গা পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম, যুবলীগ জেলা আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুসহ অনেকেই উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের সাথে শিরিন নাঈম পুনম এমপি ও তার সফর সঙ্গী ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ জান্নাতুল মওলা কবরস্থানে পৌঁছান। সেখানে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করেন। পিতার কবরে ফুল দেন। পরে তিনি চুয়াডাঙ্গা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন। স্মৃতিসৌধের পূস্পমাল্য অর্পণের প্রাথমিক প্রস্তুতি নেয়া হলেও তা স্থগিত করা হয়। আজ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করে মুজিবনগর ও নাটুদহের ৮ শহীদ বীর মুক্তিযোদ্ধার কবর পরিদর্শন করবেন।
চুয়াডাঙ্গা সার্কিট হাউজে সন্ধ্যায় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে জন্মদিনের কেক কাটা ও সঙ্গীত পরিবেশেনের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর তিনি তার আপন ঠিকানায় জন্মদিনের কেক কাটে আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চুয়াডাঙ্গায় বারবারই আসতে চেয়েছি। রাজনৈতিক দায়িত্ব পালনে সেই সুযোগ হয়নি। দীর্ঘদিন পর হলেও চুয়াডাঙ্গায় এসে কবর জিয়ারতের পাশাপাশি আপনজনদের সাথে দেখা করতে পেরে গর্ববোধ করছি।
জন্মদিন অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত সম্মেলনের চুয়াডাঙ্গা সদস্য সচিব লাইলা শিরিন, সদস্য, জাহাঙ্গীর, খুলিলুর রহমান, কোহিনুর বেগম, রিচার্ড রহমান, সাথী, ছন্দাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।