প্রেমের বিয়ের স্বীকৃতিযৌতুক ও মিথ্যা অপবাদের হাত থেকে রক্ষা পেতে যুবতীর সংবাদ সম্মেলন

 

আলমডাঙ্গা ব্যুরো: প্রেমের বিয়ের স্বীকৃতি, যৌতুক ও মিথ্যা অপবাদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসন ও মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক সম্মেলন করেছে আলমডাঙ্গার মাঠ পাঁচলিয়া গ্রামের যুবতী লাকী খাতুন। গত বুধবার বিকেলে নিজ গ্রামে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে পঠিত বক্তব্য মারফত জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার মাঠ পাঁচলিয়া গ্রামের দরিদ্র আয়নাল হকের কলেজপড়ুয়া মেয়ে লাকী খাতুনের সাথে একই গ্রামের আহাদের ছেলে নাজিম হোসেনের (২২) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রায় ২ বছর ধরে চলা এ প্রেমের এক পর্যায়ে নাজিম গত ১০ মার্চ লাকীকে প্রভাবিত করে আলমডাঙ্গা শহরের কাজি অফিসে নিয়ে গিয়ে তাকে বিয়ে করে।বিয়ের পর তারা উভয়ে খাসকররা গ্রামে লাকীর খালু বাড়ি গিয়ে ওঠে।স্বামী-স্ত্রীর মতো উভয়ে ৬ দিন কাটিয়ে পরে লাকীর নানা বাড়ি গিয়ে ওঠে। এরই মধ্যে নাজিম আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করে লাকীর সাথে নিয়ে নিজের বাড়িতে ওঠে। শ্বশুর বাড়িতে ৬ দিন কাটানোর পর লাকীর স্বামী ও শ্বশুর দেড় লাখ টাকা যৌতুক দাবি করে।লাকীর দরিদ্র পিতা এতো টাকা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তারা ষড়যন্ত্র শুরু করে বলে দাবি করা হয়েছে। এক পর্যায়ে প্রেমের এ বিয়েকেও তারা অস্বীকার করে বসে।টাকার জোরে অবস্থাপন্ন নাজিমের পিতা সংবাদপত্রে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে তাদেরকে সমাজে অপদস্থ করা হচ্ছে দাবি করে লাকী ও লাকীর দরিদ্র পিতাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এমতাবস্থায় বিয়ের স্বীকৃতি পেতে,সাধ্যাতীত যৌতুক ও মিথ্যা অপবাদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসন এবং মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ওই সাংবাদিক সম্মেলন করছেন বলে উল্লেখ করেছেন।

 

Leave a comment