জীবননগর ব্যুরো: উপজেলার জীবননগর-দত্তনগর সড়কের নারিকেল বাগান নামকস্থান হতে জীবননগর থানা পুলিশ আক্তারের (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। নিহত আক্তার পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের পাঁচমাথার চা দোকানী আব্দুর রহমানের ছেলে। পুলিশের ধারণা নিজেদের ভেতর ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।
নিহত আক্তারের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে মহেশপুর থানা অফিসার ইনচার্জ শাহজাহান আলী খান জানিয়েছেন। জীবননগর থানা অফিসার ইনচার্জ এসএম ইকবাল আহমেদ জানান, নিহত আক্তার ডাকাতি, চাঁদাবাজি ও চোরাচালানীসহ নানাবিধ অসমাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল হতে গুলির দুটি খোসা উদ্ধারসহ নিহতের লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।