স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমানকে খুলনায় আটক করেছে ডিবি পুলিশ। পুলিশ অভিযোগ করেছে, অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে আটক করা হয়েছে। খুলনা নগরীর কেডিএ এভিনিউয়ের বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারের বিপরীত দিকের একটি ব্যক্তি মালিকানাধীন কোয়ার্টার থেকে গতরাতে তাকে আটক করা হয়।এ সময় ওই কোয়ার্টারের ভাড়াটিয়া সাবিনা ইয়াসমিনকেও আটক করে পুলিশ।অভিযানকালে সাবিনার বাসা থেকে কিছু সরকারি ওষুধও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান সাবিনা ইয়াসমিনের বাসায় প্রায়ই আসা-যাওয়া করেন। খবর পেয়ে গোয়েন্দা নজরদারি রাখা হয়। বৃহস্পতিবার ট্রেনযোগে খুলনায় গিয়ে ওই বাসায় ওঠেন তিনি। এরপর কয়েক ঘণ্টা সময় কাটিয়ে তিনি নিজ বাসায় চলে যান বলেও জানান এলাকাবাসী। বিষয়টি নিয়ে পাশের বাসিন্দাদের সন্দেহ হলেও সিভিল সার্জন সরকারি কর্মকর্তা বলে কেউ কোনো কথা বলতে সাহস পাননি। এছাড়া ওই বাসার ভাড়াটিয়া সাবিনা ইয়াসমিনও নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেয়ায় সবাই তাদের ভয় পেতেন।
গতরাতে ওই বাসায় ডা. খন্দকার মিজানুর রহমানের অবস্থানকালে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিভিল সার্জন মিজানুর রহমান বাথরুমের ভেতরে আত্মগোপন করেন। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে লুঙ্গি পরা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় পুলিশি জেরায় তারা দুজন নানা-নাতনী বলে জানালেও উভয়ের পারিবারিক অন্য কোনো পরিচয় দিতে পারেননি।অভিযানের নেতৃত্বে ছিলেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ ও পরিদর্শক তৈমুর ইসলাম। তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ শুক্রবার দুজনকেই অনৈতিক কাজের অভিযোগে আদালতে হাজির করা হবে।