কালীগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে ৫০টি বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট :আহত ৫

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। এ সময় অন্তত ৫০টি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। গতকালবৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গোপালপুর গ্রামে সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য শরিফুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মালেক মোল্লার দ্বন্দ্ব চলে আসছিলো। এ নিয়ে সকাল ৭টার দিকে গ্রামের চায়ের দোকানের তাদের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মালেক মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ শরিফুল ইসলামের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় ৫০টি বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা বাড়িতে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে মহিলাসহ আহত হয় ৫ জন। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনার পর গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোন মামলা হয়নি। সংঘর্ষের ঘটনায় পুলিশও কাউকে আটক করতে পারেনি।

Leave a comment