স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরবর্তী প্রজন্মের ভবিষ্যত আত্ম-কর্মসংস্থানের জন্য ৬ষ্ঠ শ্রেণি থেকে ছেলেমেয়েদের অন্তত একটি বিষয়েভোকেশনাল ট্রেনিং প্রদান করা হবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করাহয়েছে।গতকাল বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ২০তম জাতীয় সম্মেলন ও ৩৮তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনঅনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েদের এমনভাবে ট্রেনিংটি দেয়া হবে, যাতে কর্মক্ষেত্রে গিয়ে তারানিজেরাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।তিনি বলেন, সরকার দেশেবৃত্তিমূলক শিক্ষা প্রসারিত করতে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুলস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।তিনি বলেন, বর্তমান বিশ্বচ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতার কোনো বিকল্প নেই। জনসংখ্যাকে দক্ষ জনশক্তিহিসেবে গড়ে তুলতে পারলে তারাই হতে পারে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। এ লক্ষ্যেসরকার নানামুখি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
প্রধানমন্ত্রীআরও বলেন, আমাদের সরকারই সর্বপ্রথম সারাদেশে প্রায় ১ হাজার ৮শটি বেসরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তন করেছে। আমরা সরকারি উদ্যোগে৩টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ ৫১টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারিপর্যায়ে ৪ শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট এর মাধ্যমে ৪ বছর মেয়াদি ডিপ্লোমাইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে মধ্যম স্তরের দক্ষ প্রকৌশলী তৈরি করারব্যবস্থা গ্রহণ করেছি।