হরিণাকুণ্ডুতে একযুবককে ছুরিকাঘাত করে৮১ হাজার টাকা ছিনতাই

 

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একযুবককে ছুরিকাঘাত করে ৮১ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকালবুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের উপজেলা মোড়ের ওয়েভ ফাউন্ডেশনের অফিসের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হাসপাতালে চিকিৎসাধীন যুবক রবিউল ইসলাম জানান, সে গত দুদিন আগে ওয়েভ ফাউন্ডেশন থেকে লোন নিয়ে টাকা তার এক বন্ধুকে দেয়ার জন্য ও পূণরায় ওয়েব ফাউন্ডেশন থেকে লোন নেয়ার জন্য রাতে অফিসে যায়। অফিস থেকে বের হওয়ার সাথে সাথে মোটরসাইকেলে আরোহী কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে উপজেলার গোরস্তান মাঠে নিয়ে যায়। তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৮১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ১০/১৫জন দুর্বৃত্ত ছিলো বলে রবিউল জানান। রবিউল কুষ্টিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

Leave a comment