বদরগঞ্জ থেকে: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার মান সুষ্ঠু পরিবেশ মানোন্নয়নের লক্ষ্যে মাদরাসা কার্যকরি পরিষদ গর্ভনিং বডির আয়োজনে এলাকার অভিভাবকদের মতামত বিনিময় ও সুপরামর্শের নিমিত্তে বার্ষিক অভিভাবক সমাবেশ মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকালে মাদরাসার অধ্যক্ষ মাও.আব্দুল জলিল হাওয়াদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা পরিদর্শক মো.সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আ. মোতালেব, কুতুবপুর ইউপিচেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন- মাদরাসার আল মুজাহিদ, গর্ভনিং বডির সহসভাপতি আব্দুল ওহাব আলী, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ মিন্টু, গর্ভনিং বডির সদস্য ডা.আলামিন হক, হেড মুহাদ্দিস মুহা. লুৎফুর রহমান, সহকারী অধ্যাপক মুহা. নুরুল আলম সিদ্দিকী ও প্রভাষক আবুল কাসেম, বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, মো.রুহুল আমিন, বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আহমেদ ও মাদরাসার সহকারী শিক্ষক মো. আবুল কাশেম প্রমুখ। অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন- আ.জব্বার, মাও. দাউদ হুসাইন, মো. এবাদত আলী, ঢাকা তামান্না হজ গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মো. আসাদুল হক মামুন, কালীগঞ্জের আবু শ্যামা, আ.রউফ, কুষ্টিয়ার মোকাদ্দেস হোসেন, দশমাইল বাজারের আনোয়ার হোসেন, গোলজার হোসেন, ঝিনাইদহ আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আনোয়ার হোসেন, কুতুবপুর ইউপির সচিব মো. হাফিজুর রহমান, শম্ভুনগর গ্রামের মেম্বার মো. মাহাবুবুর রহমান মোল্লা, ভুলটিয়া গ্রামের মেম্বার মো. মহাসিন আলী, জীবনা গ্রামের মেম্বার মমিনুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি বলেন বলেন, মানসম্মত শিক্ষা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এ শতাব্দী ডিজিটাল জ্ঞানের শতাব্দী। আজকের বাংলাদেশকে উন্নয়নের সূচক হলো শিক্ষা। সুন্দর মনের আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য সকল শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা, সাংস্কৃতিক ও খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম। শিক্ষিত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে সুশিক্ষার আলোর প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ ও উন্নত চরিত্রবান হওয়ার মধ্যে থেকেই কোরআন হাদিসের জ্ঞান হাছিল করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার শিক্ষক ড. রুহুল আমীন।