প্রয়োজনীয় পদক্ষেপের প্রতিশ্রুতি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পলাশপাড়ার আমজাদ হোসেনের স্ত্রী পপিকে উদ্ধার ও গুম মামলার আসামি হিসেবে আমজাদকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল পপির পিতা জাহাঙ্গীর আলম স্থানীয় মানবতা সংস্থার সহযোগিতায় স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে পপি গুম মামলাটি ডিবি পুলিশে দেয়ার দাবি জানানো হয়েছে। অপরদিকে গতকাল এলাকার সাধারণ মানুষ স্বাক্ষরিত এক আবেদনপত্রে আমজাদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলটি মিথ্যা বলে দাবি করা হয়েছে। আবেদনটি ইতোমধ্যেই পুলিশ সুপারের নিকট পেশ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণকালে পপি গুম মামলালটি যথাযথ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। স্মারকলিপি পেশকালে পপির পিতা জাহাঙ্গীর আলম, মানবতা সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, নারীনেত্রী মনিরা আফরোজ, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, চেম্বার পরিচালক কিশোর কুমার কুণ্ডু, অ্যাড. জিল্লুর রহমান জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পলাশপাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে পপির সাথে একইপাড়ার আমজাদের দ্বিতীয় বিয়ে হয়। গত ১১ এপ্রিল আমজাদ তার শ্বশুরবাড়িতে গিয়ে জানায়, তার স্ত্রী নিখোজ। থানায় ডায়রি করা হয়। পত্রিকায় নিখোঁজ বিজ্ঞাপন দেয়া হয়। কয়েকদিনের মাথায় মামলা দায়ের করা হয়। এ মামলার এক আসামি ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। আমজাদ আত্মগোপন করেছে বলে জানিয়েছে পুলিশ। গতপরশু পপিকে উদ্ধার ও আমজাদকে গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন করা হয়। গতকাল পেশ করা হলো স্মারকলিপি। পপিকে দ্রুত উদ্ধার এবং আসামিকে অবিলম্বে গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বরে মানবতা সংস্থার নির্বাহী পরিচালক জানিয়েছেন।