স্টাফ রিপোর্টার:পাঁচদিন তিস্তা নদীতে পানি প্রবাহের পরিমাণ বাড়লেও গতকাল বুধবার নদীর পানি কমে গেছে।পানি উন্নয়ণ বোর্ড কর্তৃপক্ষের মতে, মাত্র গত পাঁচ দিনেই এ নদীর পানিরপরিমাণ ৩০০০ কিউসেকে দাঁড়ালেও গতকাল বুধবার সকাল ৬টায় তা কমে ১৬০০ শ কিউসেকেদাঁড়িয়েছে।নি বৃদ্ধি পাওয়ার পর ইতঃপূর্বে পানি উন্নয়ণ বোর্ডকর্তৃপক্ষ যেভাবে ব্যারাজের সবকটি গেট বন্ধ করে নদীতে ফুলে ফেপে উঠা পানিসেচের জন্য ব্যবহার করেছে ঠিক তেমনি পানি কমে যাওয়ার পরও একইভাবে সেচেরজন্য পানি ব্যবহার করছে।বিষয়ে তিস্তা পাড়ের লোকেরা বলছেন, রাজনৈতিকদলগুলোর পানির দাবিতে অব্যাহত লংমার্চ কর্মসূচির কারণে ভারত পানির প্রবাহেরপ্রতিবন্ধকতা কিছুটা সরিয়ে নিয়েছে। তবে আরারো নদীতে পানি কমে যাওয়াকেভারতের সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ বলে মনে করছে তিস্তাপাড়বাসী।তিস্তা নদীতে প্রাণের সঞ্চার হচ্ছে দাবি করা হলেও তিস্তা এখনই মরা তিস্তা অবস্থায়ই রয়েছে।গতদু মাস ধরেই তিস্তা নদীতে পানি প্রবাহের পরিমাণ ছিলো ৩৫০ কিউসেক থেকে ৪০০কিউসেক। কিন্তু হঠাৎ করে গত শুক্রবার তিস্তা নদীতে পানির পরিমাণ বেড়ে দাড়ায়৭০০ কিউসেক। এ অবস্থায় গত সোমবার পানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮০০ কিউসেকে। নদীরপানি এতোটাই বেড়েছে যে, গতমঙ্গলবার পর্যন্ত তিস্তা নদীতে পানির পরিমাণ ৩০০০কিউসেকে দাঁড়ায়।নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ডের ব্যারাজ ওপানি মনিটরিং কর্মকর্তা বলেন, যে পরিমাণ পানি পাওয়া গেছে তাতে নদীর কোনোপিপাসা মিটেনি। চ্যনেলগুলিতে শুধু পানির পরিমাণ বেড়েছে। তিনি জানান, বরাবরইব্যারাজের সব গেট বন্ধ আছে। এতে ব্যারাজের ভাটিতে পানির কোনো পরিবর্তনহয়নি। চর চরই রয়ে গেছে।