তিতুদহের খাসপাড়া নানার বাড়িতে কিশোর নূর আলমের রহস্যজনক মৃত্যু

 

বেগমপুর প্রতিনিধি: তিতুদহের খাসপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নূরআলম নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে তার।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের আমানুল্লার ছেলে নূর আলম (১৭) কয়েক দিন আগে তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামে নানা হাজি আব্দুল আওয়ালের বাড়িতে বেড়াতে আসে। সেখানে মায়ের সাথে অভিমান করে ২/৩ দিন খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় সে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে নানা বাড়ির লোকজন দেখতে পায় নূর আলম হঠাত অসুস্থ হয়ে পড়েছে। তাকে উদ্ধার করে জীবননগরে নেয়ার পথে আন্দুরবাড়িয়া বাজারে করিমনের ওপর তার মৃত্যু হয়। প্রথমে পরিবারের পক্ষ থেকে কবিরাজি গাছ খেয়ে তার মৃত্যু হয়েছে বলে বলা হলেও পরে প্রচার করা হয় নূর আলম বিষপানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত ছাড়াই গতকালই সন্ধ্যার দিকে খাসপাড়া গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়।

Leave a comment