জীবননগর ব্যুরো: জীবননগরে উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের অফিসকক্ষে এ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান ফানহানা আক্তার রিনিকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ এসএম ইকবাল আহাম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু মো. হাসানুজ্জামান নুপুর, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, উপজেলা ফায়ার স্টেশনের সেকেন্ড অফিসার সোহরাব হোসেনসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।