চুয়াডাঙ্গার দুটি নির্বাচনী এলাকায় কাবিটার ৩৮ প্রকল্পে এক কোটি টাকা বরাদ্দ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে গ্রামীণ অবকাঠামো (কাবিটা) কাজের বিপরীতে ৩৮টি প্রকল্পের জন্য ১ কোটি বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পগুলো উপজেলা ও জেলা পর্যায়ের সভায় অনুমোদন করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসন (সদর-আলমডাঙ্গা)ও চুয়াডাঙ্গা-২ আসন (সদর, দামুড়হদা ও জীবননগর)-এর জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ২০১৩-২০১৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চুয়াডাঙ্গা-১ নির্বাচনী এলাকায় সদর উপজেলার আলুকদিয়ায় দু লাখ ৯২ হাজার ৫০০ টাকা ব্যয়ে মাটির রাস্তা উন্নয়ন, আকন্দবাড়িয়ায় তিন লাখ ৩৭ হাজার ৫০০ টাকা, মোমিনপুরে দু লাখ ৭০ হাজার টাকা, কাথুলী দু লাখ ৭০ হাজার টাকা, শ্রীকোল গ্রামে দু লাখ ৭০ হাজার টাকা,কালী ভাণ্ডারদহে দু লাখ ৭০ হাজার টাকা, নতুন ভাণ্ডারদহে দু লাখ ৯০ হাজার টাকা। সব মিলিয়ে ২০ লাখ টাকা।

এছাড়া আলমডাঙ্গা উপজেলার তিওরবিলায় একলাখ ৮০ হাজার টাকা, হাটবোয়ালিয়ায় একলাখ ৮০ হাজার টাকা, রোয়াকুলি একলাখ ৮০ হাজার টাকা, পাঁচ কমলাপুর একলাখ ৮০ হাজার টাকা, কায়েতপাড়া একলাখ ৮০ হাজার টাকা, কেদারনগর একলাখ ৮২ হাজার ৫শ টাকা, বলরামপুর একলাখ ৮০ হাজার টাকা, আইন্দিপুর একলাখ ৮০ হাজার টাকা, আলমডাঙ্গা থানা চত্বরে একলাখ ৮০ হাজার টাকা, মাদারহুদায় একলাখ ৮০ হাজার টাকা, বেতবাড়িয়ায় একলাখ ৮০ হাজার টাকা, কালিতলা মাঠ একলাখ ৮০ হাজার টাকা, মাধবপুর বাজার একলাখ ৮০ হাজার টাকা, দোয়ারপাড়া একলাখ ৮০ হাজার টাকা, রায়লক্ষ্মীপুর একলাখ ৮০ হাজার টাকা, বারাদী বাজার একলাখ ৮০ হাজার ৪০০ টাকা ও পাইকপাড়া কুঠিপাড়া একলাখ ৮০ হাজার টাকা। এ উপজেলায় ৩০ লাখ টাকা।

অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনের তিতুদহ ইউনিয়নের বড়শলুয়ায় একলাখ ৮০ হাজার টাকা, বেগমপুরে একলাখ ৮০ হাজার টাকা, দামুড়হুদার আরামডাঙ্গায় দুলাখ ৯২ হাজার ৫০০ টাকা, পীরপুরকুল্লা তিনলাখ ১৫ হাজার ৫০০, হরিশচন্দ্রপুর তিনলাখ ৭৫ হাজার টাকা, প্রতাপপুরে তিনলাখ ১৫ হাজার টাকা, সুলতানপুর বিজিবি চত্বরে একলাখ ৮০ হাজার টাকা, পুরাতন হাউলী গ্রামে তিনলাখ ৩৭ হাজার ৫০০ টাকা, জয়রামপুর তিনলাখ ১৫ হাজার টাকা, নতুন বাস্তপুর গ্রামে তিনলাখ ১৫ হাজার টাকা, ছোট দুধপাতিলা দুলাখ ৯২ হাজার ৫০০ টাকা, পাটাচোরা গ্রামে তিনলাখ ১৫ হাজার টাকা, মোক্তারপুর তিনলাখ ৩৭ হাজার ৫০০ টাকা, দেউলী ব্রিজের পাশে দুলাখ ৩০ হাজার টাকা এছাড়া জীবননগর উপজেলায় চারটি ইউনিয়নে বিভিন্ন অঙ্কের বরাদ্দসহ চুয়াডাঙ্গা-২ আসনে মোট ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।