গাংনীতে জিংক সম্মৃদ্ধ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

 

 

গাংনী প্রতিনিধি: বাংলাদেশে আগের মতো আর ক্ষুধার জ্বালা নেই। কিন্তু আমাদের দেহে পুষ্টির সুপ্ত অভাব রয়েছে। এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর ৫-৬ বছর বয়সী মোট শিশুর ৪০ ভাগ অপুষ্টিজনিত রোগে ভুগছে। পুষ্টির অভাবে মানুষ আস্তে আস্তে বেটে হয়ে যাচ্ছে। কৃষি গষেণায় নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন ও চাষ সম্প্রসারণের মাধ্যমে খাদ্য চাহিদা মোটামুটি পূরণ হয়েছে। এবার সময় এসেছে ফসলের পুষ্টিগুণ গিয়ে বিস্তর গবেষণার। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি মাঠে জিংক সমৃদ্ধ ধানের প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা একথাগুলো বলেন। হারভেষ্ট প্লাস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চৈতন্য কুমার দাস। সভাপতিত্ব করেন সাউথ ওয়েস্ট সিড প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সাসপাব) সভাপতি ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন হারভেস্ট প্লাস কান্ট্রি ম্যানেজার ড. খাইরুল বাশার, জিংক সম্মৃদ্ধ ধানের উদ্ভাবক বাংলাদেশ ধান গবেষণা ইন্সিটিউটের সাবেক মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন ও বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী। বক্তব্য রাখেন- সাসপাপ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

Leave a comment