ভ্রাম্যমাণ প্রতিনিধি:আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) লাঞ্ছিত করা হয়েছে। অচেনা ৩ জন মোটরসাইকেলযোগে তাকে প্রতিরোধ করে লাঞ্ছিত করে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের কামালপুরে এ ঘটনা ঘটে। তবে কী কারণে কারা এসিল্যান্ডের ওপর হামলা করেছে তা জানা যায়নি।
জানা গেছে,আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান হারদী এমএস জোহা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগেআলমডাঙ্গায় ফিরছিলেন। বেলা দেড়টার দিকে এসিল্যান্ড মো. শাহীনুজ্জামান তার অফিসের কর্মচারী তরিকুলের মোটরসাইকেলের পেছনে চড়ে ছিলেন। মোটরসাইকেলটি আলমডাঙ্গার নিকটবর্তী কামালপুর ব্রিজের কাছে পৌঁছুলে অচেনা ৩ যুবক মোটরসাইকেলযোগে এসে এসিল্যান্ডের মোটরসাইকেলকে ব্যারিকেড দেয়। এ সময় তরিকুল মোটরসাইকেল থামানোর সাথে সাথে অচেনা যুবকরা এসিল্যান্ড মো. শাহীনুজ্জামানের গায়ে কিল-ঘুষি মারতে থাকে। আকস্মিক এ ঘটনায় এসিল্যান্ড হতভম্ব হয়ে যায়। তরিকুল ঠেকাতে গেলে তরিকুলকেও মারধর করে ওই যুবকরা। স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে আসার আগেই ওই ৩ যুবক পালিয়ে যায়। এ ব্যাপারে সহকারী কমিশনার মো. শাহীনুজ্জামান সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। এসিল্যান্ডকে মারধরের ঘটনায় আলমডাঙ্গায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অনেকের ধারণা হারদী এমএস জোহা কৃষি কলেজ কেন্দ্রে পরীক্ষায় নকলের দায়ে ৬ ছাত্রকে বহিষ্কার করার কারণে এ হামলা হয়ে থাকতে পারে।
সূত্র জানায়, কী কারণে কেন এসিল্যান্ডের ওপর হামলা, তা জানা না গেলেও হারদী এমএস জোহা কৃষি কলেজ কেন্দ্রে ‘শিক্ষাদানের মূলনীতি ও পদ্ধতি মূল্যায়ন’ পরীক্ষায় নকল করার দায়ে এসিল্যান্ড গত ২১ এপ্রিল ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেন। তার দু দিন পরেই এ হামলার ঘটনা ঘটলো।