স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের পাউয়ারট্রলিচালক আইনাল হককে (৪০) অপহরণের দায়ে এক মহিলাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমনা অনদায়ে আরো ১ বছর করে করাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজির আহমেদ গতকাল বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- মামলার রায়ে একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল হামিদ, মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল হক ও পল্লিচিকিৎসক আয়ুব আলীর স্ত্রী আঞ্জুরা খাতুন। আঞ্জুরা খাতুনকে পৃথক ধারায় দোষী সাব্যস্ত করে আরো ৫ বছরের করাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডদেশ দেয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ২ সেপ্টেম্বর কামারপাড়া গ্রামের হানেফ মণ্ডলের ছেলে পাউয়ারট্রলিচালক আইনাল হককে অপহরণ করে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে দামুড়হুদা থানায় তিনজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ওই তিনজনের নামে অভিযোগপত্র দেয়া হয়। এ মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।এছাড়াআঞ্জুরা খাতুনকে ৩৮৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। উভয় সাজা একত্রে চলবে।
এদিকে মামলার রায় হওয়ার পর আসামি আব্দুল হামিদের বড়ভাই আয়ুব আলী রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।রাষ্ট্রপক্ষে অ্যাড. ইফতিখার হোসেন খোকন ও আসামিপক্ষে অ্যাড. সোহরাব হোসেন মামালাটি পরিচালনা করেন।