৩ বছর বয়সী বোনের গুলিতে ২ বছরের ভাই নিহত

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ক্যাশ কাউন্টিরএকটি বাড়িতে ৩ বছর বয়সী বোনের গুলিতে তার ২ বছর বয়সী ভাই প্রাণ হারিয়েছে।ফুটফুটে দু ভাইবোন পয়েন্ট ২২ ক্যালিবার রাইফেল নিয়ে খেলা করছিলো। একপর্যায়ে ট্রিগার দাবিয়ে দেয় ৩ বছরের শিশুটি। মর্মান্তিক এ দুর্ঘটনায়কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন ওই পরিবারের সদস্যরা। গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।ঘটনার দিন সকালে রাইফেলটি ব্যবহারের পর সেটি লিভিং রুমেই রেখেছিলেনপরিবারের কোনো সদস্য। দেশটিতে এ নিয়ে চতুর্থবারের মতো একই ধরনের ঘটনা ঘটলো।শিশু দুটির নাম প্রকাশ করা হয়নি। ২ বছরের শিশুটি পেটে গুলিবিদ্ধ হয়। রাইফেলটিতে গুলি লোড করা অবস্থায় ছিলো না। তবেম্যাগাজিনে টাটকা কয়েক রাউন্ড গুলি ছিলো। বন্দুকটি নিয়ে বেশ নাড়াচাড়া করারফলেই গুলি বের হয়েছে। শিশু দুটির মা পাশের কক্ষ থেকে গুলির শব্দ শুনেসাহায্যের জন্য আকুলভাবে আর্তনাদ করতে থাকেন। ২ বছরের শিশুটিকে লোগ্যানরিজিওনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দ্রুত তার দেহে সার্জারি করা হয়।এরপর শিশুটিকে সল্ট লেক সিটির প্রাইমারি চিল্ড্রেনস হাসপাতালে ভর্তি করাহয়। সেখানেই তার মৃত্যু হয়।

Leave a comment