সরকারের ব্যর্থতায়তিস্তা চুক্তিতে বিলম্ব : পানির ন্যায্য হিস্যা চাই

পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে বিএনপির দুদিনব্যাপি লংমার্চের প্রথম দিনে বক্তা

স্টাফ রিপোর্টার:পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তিস্তা ব্যারেজঅভিমুখে বিএনপির দুদিনব্যাপি লংমার্চের প্রথম দিন শেষ হয়েছে। রাজধানী ঢাকাথেকে উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুর পর্যন্ত যাত্রাপথে হয়েছে ৬টি পথসভা।এসব পথসভায় দেশবাসীর প্রতি লংমার্চের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেছেন দলটিরসিনিয়র নেতারা। বলেছেন, তিস্তা অভিমুখে আমাদের লংমার্চ ভারতের বিরুদ্ধেওনয়, বর্তমান সরকারের বিরুদ্ধেও নয়। পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্যআন্তর্জাতিকভাবে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই লংমার্চ কর্মসূচি।

বিএনপি নেতারা দাবি করেছেন, লংমার্চ শুরু হওয়ার পর ভারত তিস্তায় কিছু পানিছাড়তে শুরু করেছে। তবে পর্যাপ্ত পানির জন্য সরকারসহ সবাইকে সক্রিয়ভাবেপ্রতিবাদ জানাতে হবে। নেতারা এটাও বলেছেন, বর্তমান সরকার ভারতের কাছ থেকেতিস্তা নদীতে পানি আনতে পারবে না। কারণ দরকষাকষির জন্য বাংলাদেশের হাতেথাকা সব হাতিয়ার তারা ভারতকে দিয়েছে। এ নতজানু সরকারের ওপর ভরসা করাবোকামি। এখন এই সরকারের পতন ঘটিয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যাআদায় করা হবে।

এদিকে আজ সকালে রংপুর শহরে একটি পথসভার মাধ্যমে দ্বিতীয়দিনের লংমার্চ শুরু হয়ে দুপুরে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে সমাবেশেরমধ্যদিয়ে শেষ হবে। ওদিকে গতকাল সকাল ৯টায় রাজধানীর আজমপুরের আমীরকমপ্লেক্সের সামনে থেকে পথসভার মধ্যদিয়ে বিএনপির লংমার্চের যাত্রা শুরুহয়। ঢাকা মহানগর ও পার্শবর্তী জেলা মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া থেকে থেকে অনেক গাড়িলংমার্চের বহরে অংশ নিয়েছে। এদিকে রংপুরের আগে লংমার্চে নেতাকর্মীদেরঅংশগ্রহণ কম ছিলো। নেতারা জানিয়েছেন অত্যধিক গরমের কারণে এমনটি হয়েছে।

কারও বিরুদ্ধে নয়, জনগণের পক্ষে এ লংমার্চফখরুল:পানিরন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চের উদ্বোধনীবক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের এ লংমার্চ সরকারের বিরুদ্ধেও নয়, ভারতের বিরুদ্ধেও নয়। এ লংমার্চবাংলাদেশের মানুষের পক্ষে। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় এ কর্মসূচি।তিনি বলেন, আগে তিস্তা অববাহিকায় ২৫০০ কিউসেক পানি পাওয়া যেতো, আর এখন নদীরউজানে বিভিন্ন পয়েন্টে ভারতের অব্যাহত পানি প্রত্যাহারের কারণে তা ৪০০কিউসেকে নেমে এসেছে। এখন দেশের উত্তরাঞ্চলের কৃষিব্যবস্থা ধ্বংসেরমুখোমুখি। রীতিমতো মরু প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে। দুর্যোগ নেমে এসেছেকৃষকের জীবনে। মির্জা আলমগীর বলেন, বিএনপি আয়োজিত লংমার্চের যাত্রাপথেরপ্রতিটি জেলা উপজেলাসহ দুটি বিভাগের বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণমানুষ অংশ নেবে। এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্তকরেন তিনি। এর উদ্দেশ্য মানুষকে সচেতন করা, যেন তারা ভারতের কাছ থেকেপানির ন্যায্য হিস্যার দাবিতে আরও জোরালো অবস্থান নিতে পারে। তিস্তা নদীতেন্যায্য পানি দিতে ভারতকে চাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তিস্তা নদীতে ন্যায্য পানি দিতে বাধ্য করতে আপনারা ভারতকে চাপ দিন।সরকারের কাছে আমরা আহ্বান জানাই, আমাদের ন্যায্য পানির দাবিতে ভারতের সঙ্গেঅবিলম্বে চুক্তি করুন। তিনি বলেন, আমরা জনগণের কাছে আমাদের দাবি পৌঁছেদিতে চাই। আসুন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে সচেতন হই, সোচ্চার হই।আমাদের দাবি আদায়ে সরকারকে বাধ্য করি। পাশাপাশি বাংলাদেশের মানুষের কথাবিবেচনা করে, ন্যায্য দাবি অনুযায়ী তিস্তা নদীতে পানি দেয়ার জন্য ভারতেরপ্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

গাজীপুরেরকালিয়াকৈরের পথসভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের ৫৪টি নদী ভারত থেকেবাংলাদেশে প্রবেশ করেছে। এগুলো আন্তর্জাতিক নদী। তাই নদীর ন্যায্য হিস্যাপাওয়া আমাদের অধিকার। কিন্তু বর্তমান সরকার ভারতের তাঁবেদার। এ সরকারতিস্তা নদীতে পানি আনতে পারবে না। চুক্তি করতে পারবে না। কারণ দরকষাকষিরজন্য বাংলাদেশের হাতে যে হাতিয়ার ছিলো, সব তারা ভারতকে দিয়ে ফেলেছে। মির্জাআলমগীর বলেন, এ সরকার আমাদের অধিকার আদায়ে ব্যর্থ হয়েছে। যারা অধিকার আদায়েব্যর্থ, তাদের উৎখাত করতে হবে। এ সরকার ব্যর্থ সরকার। এ সরকার ভোট চোরসরকার। তাই আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতেহবে। ভবিষ্যতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতেআন্দোলন গড়ে তুলতে হবে। সে আন্দোলনে অংশ নিতে এখনই সবাইকে প্রস্তুত হওয়ারআহ্বান জানান তিনি। সকাল পৌনে ১১টার দিকে কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতিহুমায়ূন কবীর খান ও উপজেলা বিএনপির সভাপতি কাজী সাইয়েদুল আলম বাবুলেরসভাপতিত্বে গাজীপুরের কালিয়াকৈরে লংমার্চের প্রথম পথসভা বিএনপির স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ওকালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বক্তব্য দেন।

টাঙ্গাইলবাইপাসের পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবলেন, ২০০৮ সালে ৯ম জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ অঙ্গীকার করেছিলো- তারাক্ষমতায় গেলে ভারতেরসাথে তিস্তাচুক্তি করবে। কিন্তু গত ৫ বছরে তারা এচুক্তি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্টো দিনের পর দিন মানুষ পানিরন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাব্যানার্জি বলে দিয়েছেন- তিস্তাচুক্তি হবে না। টাঙ্গাইলের পথসভায় বিএনপিরভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বর্তমান সরকারভারতের কাছ থেকে তিস্তা নদীতে পানি আনতে পারবে না। কারণ দরকষাকষির জন্যবাংলাদেশের হাতে থাকা সব হাতিয়ার তারা ভারতকে দিয়েছে। মির্জা আলমগীর বলেন, দেশ আজ ঘোর বিপদগ্রস্ত। ৫৪টি অভিন্ন নদীর পানি ভারত একতরফাভাবে প্রত্যাহারকরে নিচ্ছে। তাই এখন আর বসে থাকার সুযোগ নেই। আমাদের আন্দোলন করবে। বেলাসাড়ে ১১টায় টাঙ্গাইলের বাইপাস মোড়ে জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনেরউপদেষ্টা আহমদ আজম খানের সভাপতিত্বে লংমার্চের দ্বিতীয় পথসভায় বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপিচেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফাররুক, বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদকসুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলমতোফা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন বক্তব্য দেন।সিরাজগঞ্জের কড্ডার মোড়ের পথসভায় সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতিমুজিবর রহমান লেবুর সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় বিএনপি নেতা আবদুল মান্নান ও সেলিনারহমান বক্তব্য দেন। লংমার্চ ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকলেওবক্তারা এ কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ করেন।

লংমার্চের কারণে কিছু পানি ছেড়েছে: বগুড়ারমাটিডালি মোড়ের পথসভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটু আগে খবর পেয়েছি আমাদের লংমার্চ শুরুর পর ভারত কিছু পানি ছাড়তে শুরুকরেছে। কিন্তু আমরা তিস্তা নদীকে জলে টইটুম্বর দেখতে চাই। এজন্য সরকারকে সবধরনের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অভিন্ন নদীরপানিবণ্টনে সবার সমান অধিকার রয়েছে। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতউজানে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। এ ব্যাপারে আন্তর্জাতিক ফোরামেতুলে ধরতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবলেন, ভারতের সঙ্গে সম-অধিকারের ভিত্তিতে বন্ধুত্ব চাই। কোনো দয়া নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার অর্জন করতে চাই। বর্তমানে তিস্তা ব্যারেজঅকেজো হয়ে পড়েছে। এখানে কোনো পানি নেই। আমাদের দুর্ভাগ্য প্রতিবেশী দেশ পানিপ্রত্যাহার করছে। আমাদের নতজানু সরকার ভারতের সঙ্গে দরকষাকষি করতে পারেনা। এ দরকষাকষির হাতিয়ার ট্রানজিট-করিডোর তারা ইতোমধ্যেই দিয়ে দিয়েছে।জনভিত্তি না থাকায় এ সরকার ভারতের কাছ থেকে পানি আদায় করতে পারছে না। তিনিবলেন, খালেদা জিয়ার বাণী হচ্ছে- দেশকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে।এজন্য সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাদায়ের ও চার্জশিট গঠনের প্রতিবাদ জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদকজয়নাল আবেদিন চানের সভাপতিত্বে পথসভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতারাবক্তব্য দেন।

বিকেল সোয়া ৫টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠেউপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মণ্ডলের সভাপতিত্বে পথসভায় বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি অধ্যক্ষসোহরাবউদ্দিন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহকয়েকজন সিনিয়র নেতা বক্তব্য দেন।

Leave a comment