বিপন্ন প্রজাতির ২১০০টি পাখি মারলেন সৌদি যুবরাজ!

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সফরে এসে ২১ দিনে ২১০০টি হউবারাবাস্টার্ড পাখি মেরেছেন সৌদি যুবরাজ ফাহাদ বিন সুলতান বিন আব্দুল আজিজ আলসৌদ ও তার সঙ্গীরা।অস্তিত্বের হুমকির মুখে থাকা পাখির এই প্রজাতিটি আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি সংরক্ষিত প্রজাতি।পাকিস্তানেরবেলুচিস্তানের চাগাই বনাঞ্চলে রাজকীয় অতিথি এসব পাখি শিকারের সময় সংরক্ষিতবনাঞ্চলে অবৈধ শিকারও করেছেন বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।চলতি বছরের ১১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২১ দিনবেলুচিস্তানের দালবাদিন এলাকায় ছিলেন সৌদি আরবের তাবুকের গভর্নর এই যুবরাজ।তাকে এই কাজে সহায়তা করেছেন বেলুচিস্তান বন ও বন্যপ্রাণী বিভাগের দালবাদিনবিভাগীয় বন কর্মকর্তা জাফর বালুচ।যুবরাজ ফাহাদ একাই মেরেছেন১৯৭৭টি পাখি, আর তার সঙ্গীরা মেরেছেন বাকি ১২৩টি পাখি। যুবরাজের এসবসঙ্গীরা স্থানীয় ব্যক্তি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।আন্তর্জাতিক আইনানুযায়ী পাকিস্তানেও এই পাখি শিকার করা নিষিদ্ধ। কিন্তুমধ্যপ্রাচ্যের রাজকীয় অতিথির জন্য পাকিস্তানের কেন্দ্রীয় সরকার একটি বিশেষঅনুমতি ইস্যু করে পাখিগুলো মারার সুযোগ করে দেয়।অনুমতিতে কারাশিকার করতে পারবেন তা নির্দিষ্ট করে দেয়া হয়েছিলো এবং এ অনুমতির সুযোগনির্দিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কেউ গ্রহণ করতে পারবেন না বলে নির্দেশনাজারি করা ছিলো। অনুমোদিত এলাকায় ১০ দিনে মোট ১০০টি হউবারা বাস্টার্ড শিকারেরঅনুমতি পেয়েছিলেন তারা।এ অনুমোদনে সংরক্ষিত বনাঞ্চলে শিকার করার কোনো সুযোগ রাখা হয়নি।কিন্তু ২১ দিনের সফরে যুবরাজ ১৫ দিন ধরে সংরক্ষিত বনাঞ্চলে ওই পাখি শিকারকরে বেড়ান। অন্যান্য এলাকায় আরো ছয়দিন ধরে শিকার করে পরবর্তী দুদিন বিশ্রামনেন তিনি।

Leave a comment