পিআইবিতে ঝিনাইদহের ইলেকট্রনিক মিডিয়ারসাংবাদিকদের তিনদিনের প্রশিক্ষণ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলায় কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে ঢাকার সার্কিট হাউজ রোডে পিআইবি ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকালমঙ্গলবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিটিউট পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন, পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম, বাসসের বিশেষ প্রতিনিধি খাইরুজ্জামান কামাল এবং পিআইবি’র প্রশিক্ষক ও সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বী। সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় টেলিভিশন সাংবাদিকতার ইতিহাস এবং সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার পার্থক্য, উন্নয়ন সাংবাদিকতা, সাংবাদিকের গুণাবলী, আচরণবিধি ও দায়বদ্ধকতা, টিভি সাংবাদিকতার ডেপথ রিপোর্টিং, স্ক্রিপ্ট লেখার কৌশল, ক্যামেরাম্যানের ভূমিকা, সরাসরি সম্প্রচার, সংবাদ উপস্থাপনা, রিপোর্ট সম্পাদনা, উচ্চারণ কৌশল, ভাষা শুদ্ধতা এবং পিটিসি দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয়।

কর্মশালায় ঝিনাইদহ ইলেকট্রনিক মিডিয়া রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি চ্যানেল আইয়ের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শেখ সেলিমের নেতৃত্বে এটিএনবাংলা ও এটিএননিউজের নিজাম জোয়ারদার বাবলু, চ্যানেল টোয়েন্টিফোরের আব্দুর রহমান মিল্টন, বিটিভির পিন্টু লাল দত্ত, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, এসএ টিভির ফয়সাল আহমেদ, সময়টিভির শাহনেওয়াজ খান সুমন, একাত্তর টিভির রাজিব হাসান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, জিটিভির ওয়ালিউর রহমান, চ্যানেল ফাইভের এম.রবিউল ইসলাম রবি, মাইটিভির আনিসুর রহমান মিঠু মালিথা, বিজয়টিভির জহুরুল ইসলাম হিরো, মোহনা টিভির সোহেল আহমেদ, দেশটিভির আল আমিন সজল, চ্যানেল নাইনের রাজিব বিশ্বাসসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত ২৫ জন সাংবাদিক ও ক্যামেরাপারসন অংশগ্রহণ করেন।

Leave a comment