পপিকে উদ্ধার ও আসামি আমজাদকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

আজ পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ : দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি

স্টাফ রিপোর্টার: পপিকে অবিলম্বে উদ্ধার ও তাকে গুম মামলার আসামি চুয়াডাঙ্গা পলাশপাড়ার আমজাদ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে পপিকে উদ্ধারের দাবি জানিয়ে বলেন, তাকে উদ্ধার এবং মূল আসামি আমজাদকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে। প্রয়োজনে হরতালেরও ডাক দেয়া হবে।

পপিকে উদ্ধার ও তার স্বামী তথা গুম মামলার আসামি আমজাদ হোসেনকে গ্রেফতারের দাবিতে আজ বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হবে। চুয়াডাঙ্গা পলাশপাড়াস্থ মানবতা সংস্থার নির্বাহী পরিচারক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, পপিকে কৌশলে গুম করে আসামি আমজাদ নানাকৌশলে নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুমকি ধামকিও দিচ্ছে সে ও তার লোকজন।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়াস্থ জাহাঙ্গীর আলমের মেয়ে পপির সাথে একইড পাড়ার আমজাদ হোসেনের বিয়ে হয়। গত ১১ এপ্রিল আমজাদ তার শ্বশুরবাড়িতে গিয়ে জানায়, তার স্ত্রী পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি প্রথমে পপির পিতা তেমন গুরুত্ব না দিলেও দিন গড়ানোর সাথে সাথে সন্দেহ দানা বাধে। তিনি আইনগত সহায়তা চেয়ে মানবতা সংস্থায় আবেদন করেন। পরদিন চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন জাহাঙ্গীর হোসেন। ১৯ এপ্রিল পপির পিতাসহ মানবতা সংস্থার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে অপহরণ ও গুমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পপিকে উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। পুলিশ মামলার মূল আসামি আমজাদকে গ্রেফতার করতে না পারলেও অপর আসামি একইপাড়ার ফরহাদকে গ্রেফতার করে। তার নিকট থেকে পুলিশ তেমন তথ্য উদ্ধার করতে পারেনি। এরই এক পর্যায়ে গতকাল চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবতা সংস্থা ও উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, মানবতা সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, পপির পিতা জাহাঙ্গীর আলম প্রমুখ। আজ বুধবার পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পপিকে উদ্ধার ও আসামি আমজাদকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়।

Leave a comment