চুয়াডাঙ্গা পৌর এলাকায় রাস্তা পিচকরণ ড্রেন নির্মাণ ও নলকূপ কাজের উদ্বোধন

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার উন্নয়নের লক্ষ্যে ৫ নং ওয়ার্ডের ইসলামপাড়া বটতলা থেকে আলমডাঙ্গা রোড পর্যন্ত রাস্তা পিচকরণ, ৪ নং ওয়ার্ডের মাস্টারপাড়া পৌর পাম্প হাউজ থেকে শওকত মিয়ার বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন এবং ৩ নং ওয়ার্ডের জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে ইসমাইল মাস্টারের বাড়ি পর্যন্ত ব্রিক ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উপস্থিত ছিলেন- নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, গোলাম মস্তফা শেখ মাস্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী এএইচএম শাহীদুর রশীদ, আক্তার হোসেন, পাইন ক্লাব সম্পাদক শহিদুল ইসলাম শাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়রা। এছাড়া গতকাল দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী মো. ওমর আলীকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা বাসটার্মিনালে নলকূপ স্থাপনের কাজ সরেজমিনে পরিদর্শন করে দ্রুত কাজ সম্পন্ন করার দিক নির্দেশনা দেন। -প্রেসবিজ্ঞপ্তি।