আলমডাডাঙ্গার শ্রীরামপুরে জেএস মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 

ভ্রাম্যমান প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার শ্রীরামপুরের জে.এস মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিতসভার সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি কালিদাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র বিশিষ্ট ক্রীড়া সাংগঠনিক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান বক্তা ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, শিক্ষানুরাগী ডা. আকবার আলী আকু, বীর মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী, ম্যানেজিং কমিটির সদস্য নাজিম উদ্দিন, মনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, সানোয়ার হোসেন, পাইক পাড়ার পুলিশ আইসি মশিউর রহমান, আরজিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, জান্নাতুল ফেরদৌস, সমাজকর্মী সিদ্দিকুর রহমান, ইমারত আলী, মামুনুর রশীদ সাইদ আলী, আমিরুল ইসলাম, বাবুল ইসলাম প্রমুখ।

 

Leave a comment