আলমডাঙ্গা নতিডাঙ্গার সাবেক মেম্বার বিএনপিনেতা হেলাল উদ্দীন সড়ক দুর্ঘটনায় নিহত

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের সাবেক মেম্বার বিএনপি নেতা হেলাল উদ্দীন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার ৮ দিনের মাথায় ঢাকায় তার মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় নিজ গ্রামে নতিডাঙ্গায় হেলালের লাশ দাফন করা হয়।

আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের মৃত গনি মালিথার ছেলে হেলাল উদ্দীন বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ওয়ার্ড বিএনপির একাংশের সভাপতি। তিনি গত ১৫ এপ্রিল চুয়াডাঙ্গা থেকে নিজ গ্রামে ফেরার পথে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী মাঠে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রেফার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দীর্ঘ ৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। বেলা ৫টার দিকে মাইক্রোবাসযোগে তার মৃতদেহ গ্রামে পৌঁছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। হেলাল উদ্দীনের স্বজনদের আজাহারিতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। ব্যক্তিগত জীবনে হেলাল উদ্দীন ছিলেন ৩ মেয়ে ও ১ ছেলের জনক। সন্ধ্যায় পারিবারিক গোরস্তানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।