অবশেষে বরখাস্ত ডেভিড ময়েস

মাথাভাঙ্গা মনিটর: অবশেষে কোচ ডেভিড ময়েসকে বরখাস্ত করলো ইংলিশ ক্লাবম্যানচেস্টার ইউনাইটেড। দলের টানা ব্যর্থতার কারণে ক’দিন ধরে ময়েসেরবরখাস্তের খবর বাতাসে উড়ছিলো। এবার সেটা সত্যি করে দিলেন ম্যানইউরভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড। তিনি গতকাল স্কটিশ কোচ ডেভিড ময়েসকে সরাসরিই তারবরখাস্তের কথা জানিয়ে দিয়েছেন। গত মওসুমে স্যার অ্যালেক্স ফার্গুসন ২৬ বছরদায়িত্ব পালন শেষে অবসরে যাওয়ার পর ময়েস এ দায়িত্ব পান। কিন্তু দায়িত্বগ্রহণের ১০ মাসের মাথায় ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তাকে বরখাস্ত হতে হলো। এমওসুমে ম্যানইউ নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৬ ম্যাচ হরেছে। প্রিমিয়ারলীগের সর্বশেষ ম্যাচে ম্যানইউ ২-০ গোলে হেরেছে ময়েসের সাবেক ক্লাব এভারটনেরকাছে। এ হারে ১৯৯৫-৯৬ মওসুমের পর প্রথমবারের মতো ইউয়েফা চ্যাম্পিয়ন্সলীগে খেলার যোগ্যতা হারিয়েছে তারা। ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তারা এখন আছেটেবিলের সপ্তম স্থানে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারে প্রবেশ করার কোন সুযোগনেই তাদের সামনে।মওসুমে বাকি ম্যাচগুলোতে কে দলের কোচের দায়িত্ব পালনকরবেন তা এখনও স্পষ্ট করেনি ক্লাব কর্তৃপক্ষ। তবে দলেল বর্ষীয়ান খেলোয়াড়রায়ান গিগস অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত তাকেই মওসুমের বাকি ম্যাচগুলোতেকোচের দায়িত্ব দেয়া হতে পারে।ময়েসের রেখে যাওয়া জুতোয় কে পা গলাবেনসেটাও এখন পর্যন্ত নিশ্চিত করেনি ম্যানইউ। তবে নেদারর‌্যান্ডের কোচ লুইসভ্যান গাল, বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপস, অ্যাটলেটিকো মাদ্রিদেরকোচ দিয়েগো সিমিওনে ও প্যারিস সেইন্ট জার্মেইÑএর কোচ লরেন্ট ব্ল্যাঙ্ক-এরওপর নজর আছে তাদের।

Leave a comment