সন্তান হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: বাগেরহাটে নিজের শিশু সন্তানকে হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেনআদালত। এ ঘটনায় আরও দুজনকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। বাগেরহাটের জেলা ও দায়রাজজ এসএম সোলায়মান গতকাল সোমবার দুপুরে এ আদেশ দেন।মৃত্যুদণ্ড পাওয়াব্যক্তিরা হলেন- জেলার মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের লতিফা বেগম (৩৪), একই গ্রামের মনির মোল্লা (৪৪) ও নাজমা বেগম (৩৩)। রায় ঘোষণার সময়তিনজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাদের বাগেরহাট কারাগারে নেয়া হয়।দেড় বছর বয়সী নিহত ছেলে শিশুটির নাম ছিলো ডিপজল। ২০০৫ সালের ১২ এপ্রিল তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।লতিফা বেগমের সাথে স্বামী ও ননদের ঝগড়া, দণ্ডাদেশ পাওয়া মনিরের সাথেপরকীয়ার সম্পর্ক এবং সম্পর্কের সূত্র ধরে মনিরকে বিয়ের পরিকল্পনার অংশহিসেবে দেড় বছরের ছেলে ডিপজলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মনিরের বোননাজমা বেগমের বিরুদ্ধে এ হত্যা পরিকল্পনায় সহযোগিতা ও অংশগ্রহণের অভিযোগপ্রমাণিত হয়।

 

Leave a comment