আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের জহুরুল ইসলামের বসবাড়িতে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে ৩টি গরু অগ্নিদগ্ধ ও রান্নাঘর ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, চাঁদবিল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আলম শেখের ছেলে জহুরুল ইসলামের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে তার গোয়ালঘরে। রান্নাঘরের মালামাল ও ৩টি গরু অগ্নিদগ্ধ হয়। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান জহুরুল ইসলাম। অগ্নিদগ্ধ দুটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। অপরটি চিকিত্সায় ভালো হবে বলে আশা করছেন জহুরুল ইসলাম।শুরুতেই খবর দেয়া হয় মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন।