মাথাভাঙ্গা মনিটর: ইকবালকাসিম চুক্তি নবায়ন না করায় পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকেরপদটি ১০ মাস ধরে শূন্য। অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি এতোদিন দায়িত্বচালিয়ে আসছিলো। নির্দিষ্ট মেয়াদে দায়িত্ব পালনের জন্য গত ফেব্রুয়ারিতেপ্রধান নির্বাচক হিসেবে রশিদ লতিফের নাম ঘোষণা করে পিসিবি। তাত্ক্ষণিকপ্রতিক্রিয়ায় পিসিবির প্রস্তাবে রাজি হলেও গত সপ্তায় প্রস্তাবটি ফিরিয়েদেন তিনি। গতকাল সোমবার প্রধান নির্বাচক হিসেবে মঈন খানের নাম ঘোষণা করেছেপিসিবি।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেনমঈন। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক কেবল প্রধান নির্বাচক হিসেবে নন,একইসাথে দলের ম্যানেজার পদেও নিয়োগ পেয়েছেন। অন্যদিকে পাকিস্তান-কিংবদন্তিজহির আব্বাসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন পিসিবি চেয়ারম্যাননাজাম শেঠি। সাম্প্রতিক সময়ে তিনি পাকিস্তান দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবেদায়িত্ব পালন করেছেন।