দৌলতপুরে মেলায় নগ্ননৃত্য প্রদর্শনের দায়ে ৫ জনের জেল-জরিমানা

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের শ্যামপুর এলাকায় বোশেখি মেলার নামে নগ্ননৃত্য প্রদর্শনের দায়ে ৫ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতসূত্র জানায়, শ্যামপুর ত্রিমোহীনী বাজারে স্থানীয় আওয়ামীলীগ নেতারা বোশেখি মেলার আয়োজন করে। দৌলতপুরের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী মেলার উদ্বোধন করেন। গতরাত আড়াইটার দিকে মেলায় পুতুল নাচের নামে মেয়েদের নগ্ননৃত্য প্রদর্শনের খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকতার হোসেন সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগ্ননৃত্য প্রদর্শনের আয়োজনকারী ছাত্রলীগ নেতা তন্ময়, মামুন রেজা, আশিকুল ইসলাম ও জয়নাল আবেদীনকে একমাস করে জেল প্রদান করেন এবং ইসমাইল হোসেনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। উল্লেখ্য, গতরোববার দুপুরে উপজেলার বিভিন্নস্থানে মেলার অনুমতি না দেয়ায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে দৌলতপুরের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর উত্তপ্তবাক্য বিনিময় হয়েছে বলে একাধিকসূত্র জানিয়েছে।

Leave a comment