চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যখন চালক দুজন তখন অ্যাম্বুলেন্সএকটি, যখন অ্যাম্বুলেন্স দুটি তখন চালক একজন!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যখন অ্যাম্বুলেন্স ছিলো একটি তখন চালক ছিলেন দুজন। এখন অ্যাম্বুলেন্স হয়েছে দুটি। চালকের সংখ্যা হয়েছে একজন। ফলে একটি চালকের কারণে একটি অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজনেও ব্যবহার করা যাচ্ছে না।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালটির অবকাঠামো উন্নয়নসহ নানামুখি উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। এরই মাঝে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে। অ্যাম্বুলেন্স চালক হিসেবে দীর্ঘদিন ধরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিলেন দুজন চালক। এদের একজন আব্দুল মান্নানকে ডেপুটেশনে খুলনায় রাখা হয়েছে। অপর চালক স্বপন চালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুটি অ্যাম্বুলেন্সের জন্য দুজন চালক অপরিহার্য। চুয়াডাঙ্গায় দুজন থাকলেও একজনকে ডেপুটেশনে খুলনায় রাখার কারণে দু অ্যাম্বুলেন্স যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বিষয়টির দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন আসু নজর দেবেন বলে স্থানীয় সচেতনমহল আশা করছেন।