স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কামিটির অন্যতম বিদ্যোৎসাহী সদস্য আব্দুস সামাদ প্রায় ৩০ মণ সরকারি বই বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যুক্তি উপস্থাপন করেছেন বই বিক্রির টাকা দিয়ে উন্নয়ন করা হবে বিদ্যালয়ের। বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এলাকাবাসী জানায়, গতকাল সোমবার সকালের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম বিদ্যোৎসাহী সদস্য আব্দুস সামাদ বিদ্যালয়ে গিয়ে প্রায় ৩০ মণ সরকারি বই সাড়ে ১২ টাকা কেজির দরে জীবননগরের জনৈক এক ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছেন। বিক্রি করা বইয়ের মধ্যে গত বছরের বইও আছে। চলতি শিক্ষাবর্ষে সরকার কোনো বই পরিবর্তন করেনি। ফলে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পুরোনো বইও শিক্ষার্থীদের কাজে লাগছে। যদিও সরকার শিক্ষার্থীদের নতুন বই দিয়েছে। বই বিক্রির বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এবিষয়ে আব্দুস সামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে যুক্তি দেখান বই বিক্রির টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন করা হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম সোরোয়ের সাথে যোগাযোগ করা হলে মোবাইলফোনটি তার ভাই রিসিভ করে বলেন, তিনি বাসায় নেই সকালে ফোন করেন।