গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার উত্তর ভরাটে কৃষক গবের আলীর বাসতবাড়িতে অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দুপুরে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসসূত্রে জানা গেছে, গবের আলীর বসতঘরের বৈদ্যুতিক লাইনের গোলযোগ থেকে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে পার্শ্ববর্তী ৪টি ঘর, ২টি রান্নাঘর, ২টি তামাক ঘরে ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র, ধান-চালসহ মালামাল ভস্মীভূতের পাশাপাশি ৪টি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিরে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই আগুন নেভাতে সক্ষম হন স্থানীয়রা। আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সেলিম রেজা।