আবারও জয়ের নায়ক ম্যাক্সওয়েল-মিলার

মাথাভাঙ্গা মনিটর: নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেদুজন করেছিলেন ১৪৯ রান- অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৯৫ ও দক্ষিণআফ্রিকার ডেভিড মিলার অপরাজিত ৫৪। এতে কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছিলো ৬উইকেটে। গতরোববারও রাজস্থান রয়্যালসের বিপক্ষেও দারুণভাবে জ্বলে ওঠে এদুজনের ব্যাট। রাজস্থানের প্রথমে করা ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমেম্যাক্সওয়েল প্রতিপক্ষের বোলারদের বুকে কাপন ধরিয়ে করেন ৪৫ বলে ৮৮ রান।হাঁকান ৬টি ছক্কা ও ৮টি চার। তিনি আবারও মিস করেন সেঞ্চুরি। আর ডেভিড মিলারহয়ে ওঠেন আরও দুর্ধর্ষ। তিনি মাত্র ৬টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলেঅপরাজিত থাকেন ৫১ রান করে। ১৭ ওভারের শুরুতেও জয়ের জন্য পাঞ্জাবেরওভারপ্রতি দরকার ছিলো ১২.৩৩ করে-১৮ বলে ৩৭ রান। সমীকরণটা তখন বেশ কঠিন হয়েগিয়েছিলো। কিন্তু কুলকারনির করা ১৭তম ওভারে মিলার ৪টি ছক্কার সাহায্যে ২৭রান তুলে জয় একবারে হাতের নাগালে নিয়ে আসেন। এতে ৮ বল হাতে রেখেই ৩ উইকেটহারিয়ে জয় তুলে নেয় পাঞ্চাব।