আন্দুলবাড়িয়া বিরোধপূর্ণ জমি রাতের আঁধারে দখলের চেষ্টা রুখলো পুলিশ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়ার দেবত্ব বিরোধপূর্ণ সম্পত্তি বেদখল রুখেছে পুলিশ জনতা। গতরাত ৮টার দিকে আবুশ্যামা ও তার লোকজন আন্দুলবাড়িয়ার গরুপদ বিশ্বাসের বাড়ির নিকটস্থ দুর্গাপূজা মন্দিরের স্থানটি বেদখল করতে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জের নির্দেশনে শাহপুর ক্যাম্প ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে বিরোধপূর্ণ জমি বেদখলমুক্ত করার কাজ করেন। স্থানীয় পুলিশেল তড়িত পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেছেন, দুর্গাপূজা মণ্ডব হিসেবে যে জমিতে কাজ করা হয়, সেই জমি বেদখলের অভিযোগ উত্থাপন হয়। এ নিয়ে মামলাও হয়েছে আদালতে। যে জমি নিয়ে আদালতে মামলা চলছে সেই জমি রাতের অন্ধকারে দখল করে নেয়া মানে চক্রান্ত। পুলিশ এ চক্রান্ত রুখে প্রসংশিত হয়েছে।

 

Leave a comment