পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কুর জেলার জাতীয় মহাসড়কে এক যাত্রীবাহী বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে অন্ততপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। দেরা গাজি খান থেকে করাচি যাওয়ার পথে শুক্কুরের পানো আকিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে একটি সংবাদমাধ্যম জানিয়েছে। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা ট্রেইলারের সাথে এ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলো। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আটকে থাকা যাত্রীদের বের করে আনতে বিধ্বস্ত বাসটির বিভিন্ন অংশ কাটতে হচ্ছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বাসটির চালকও রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রেইলারের চালকও গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের সড়ক নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। পাশাপাশি গণপরিবহনগুলোরও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা দুর্বল। তার সাথে রয়েছে বেপরোয়া গাড়ি চালানো। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় দেশটিতে বহু হতাহতের ঘটনা ঘটে থাকে।