দর্শনা অফিস: কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে দর্শনা প্রেসক্লাব ভবন থাকছে জম-জমাট। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কমিঠি গঠনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। প্রথম দিকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া করা হলেও শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে উপদেষ্টা ও নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়া হয় কমিটি গঠনপূর্বক ঘোষণার। সে মোতাবেক গত ১৭ এপ্রিল থেকে যে যার মতো পছন্দের পদ চেয়ে আবেদন শুরু করে। এ আবেদনের নির্ধারিত শেষ সময় ছিলো গত শনিবার রাত ১০টা পর্যন্ত। দর্শনা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হাজি আকমত আলী জানিয়েছেন, দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পৃথক দুটি কমিটি ঘোষণা দেয়া হবে। যে যার মতো পছন্দের পদের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এদের মধ্যে সভাপতি পদে ৪ জন, সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ৪ জন ও সহসম্পাদক ২ জনসহ ২২ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। প্রার্থীরা গতকাল রোববার যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর যাচাই-বাচাই শেষে দুটি কমিটি ঘোষণার প্রক্রিয়া শুরু করা হবে। তবে কে কোন পদ পাচ্ছেন এ নিয়ে প্রার্থীদের মধ্যে চরম আগ্রহ দেখা দিয়েছে। উপস্থিত ছিলেন- উপদেষ্টা পরিষদের হাজি আকমত আলী, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আব্দুল মমিন, হাজি খালেকুজ্জামান, অ্যাড. সুজাউদ্দিন, ক্লাবের আহ্বায়ক হারুন রাজু, যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুলসহ ক্লাবের সকল সদস্য।