দক্ষিনচাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ না করার অভিযোগ

দর্শনা অফিস: সম্প্রতি ফের শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম-প্রহরী নিয়োগ প্রক্রিয়া। বিদ্যালয়ের সুবিধার্থে সরকার এ পদের ক্ষেত্রে বিদ্যালয় এলাকা থেকে নিয়োগ কার্যক্রম শুরু করেছে। অভিযোগ উঠেছে, দর্শনা দক্ষিণচাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ে এ নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই আবেদনপত্র জমা দিয়েছে। নিয়োগ বিধিমালার শর্ত ভেঙে শুধু বিদ্যালয় এলাকার বাইরেই নয় দর্শনা পৌর শহরের বাইরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের জনৈক ব্যক্তি আবেদন করেছেন। এ অভিযোগ তুলে বিদ্যালয়ের অভিভাবক মহলের পক্ষে বিশারত আলী স্বাক্ষরিত অভিযোগপত্র গত শনিবার সকাল ১০টার দিকে জমা দিতে যান প্রধান শিক্ষক রেহেনা বেগমের হাতে। বিশারত আলী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক তার অভিযোগ জমা নিতে অস্বীকৃতি জানান। দীর্ঘ সময় তাকে বসিয়ে রেখে অবশেষে কোনো প্রকার প্রমাণ ছাড়াই অভিযোগপত্র জমা নিয়েছেন। বিশারত আলীর অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a comment